উপকরণ:
- কিউব করে কাটা তরমুজ ৮ কাপ
- পানি ২ কাপ
- একটা লেবুর রস
- চিনি পরিমাণমতো
- লবণ এক চিমটি
- বরফকুচি ১ কাপ
প্রণালী:
তরমুজের বিচি যতোটা সম্ভব আলাদা করুন। এবার বরফকুচি বাদে আর সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। কাঁচের গ্লাসে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।