তীব্র এই গরমে জনজীবন অতিষ্ট। ত্বকে ধুলো জমে ব্রন উঠতে শুরু করেছে নারী-পুরুষ সবার মুখেই। সেই সঙ্গে চুলও হারাচ্ছে উজ্জ্বলতা। তাই বলেওতো উপলক্ষের কোনও শেষ নেই। পারিবারিক, অফিসিয়াল কিংবা বন্ধুত্বের আড্ডায়তো অংশ নিতেই হয়।
আর এসব অনুষ্ঠানে যাওয়ার আগে সাজসোজ্জা নিয়ে শুরু হয়ে যায় নানা পরিকল্পনা। গরমের কথা বিবেচনায় রেখেই নিজেকে সাজানো উচিত পারফেক্টভাবে। সৌন্দর্য সচেতন সেই সব নারীদের জন্য সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড নিয়ে এসেছে হ্যাপি আওয়ার অফার।
ওমেন্স ওয়ার্ল্ডের প্রতিটি শাখায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে হ্যাপি আওয়ার, আর এসময় গ্রাহকরা উপভোগ করতে পারবেন সব সেবার উপর ২০ শতাংশ ছাড়।
ওমেন্স ওয়ার্ল্ডের মিরপুর শাখার অ্যাকাউন্ট ম্যানেজার জলি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আবহাওয়ার উপর নির্ভর করেই ত্বকের যত্ন নেওয়া জরুরি। তাই পারফেক্ট সময়ের জন্য রূপ সচেতন নারীকে পারফেক্ট করে সাজাতেই পাশে আছে ওমেন্স ওয়ার্ল্ড। আমাদের হ্যাপি আওয়ার অফারটি শুরু হয়েছে গতকাল থেকে। হেড অফিস থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অফার চলবে।'