প্রেমিকাদের এমন কিছু কথা থাকে যা ছেলেদের কাছে খুব বেশি অপছন্দের। আর এসব কথাকে কেন্দ্র করে অনেক সময় সম্পর্কের মাঝে ঘটে নানা অপ্রিতিকর ঘটনা। এমনকি সম্পর্ক ভেঙেও যায় এসব কথার কারণে। এমন কোন কথা প্রেমিককে বলা উচিৎ না যা তার মধ্যে বিরক্তির সৃষ্টি করে।
'আমার ভাইকে/বন্ধুকে দেখো, তুমি কখনোই ওর মতো স্মার্ট হতে পারবে না'
নিজের ভাই বা বন্ধুর সাথে প্রেমিককে তুলনা করে কোনো কথা বলা ঠিক না। ছেলেরা তুলনা করা একেবারেই সহ্য করতে পারেন না। এতে করে কথা কাটাকাটির সৃষ্টি হতে পারে।
'আমি জানি তুমি কখোনোই আগের প্রেমিকাকে ভুলতে পারবে না'
তর্ক বা ঝগড়ার সময় সব চাইতে বড় একটি অভ্যাস হচ্ছে অতীত জীবন টেনে আনা এবং অতীত নিয়ে খোঁচা মেরে কথা বলা। ছেলেরা এই জিনিসটি একেবারেই সহ্য করতে পারেন না। বিশেষ করে পুরোনো প্রেমিকাকে নিয়ে কথা না বলাটাই ভাল।
'তুমি বন্ধুদের পেছনে এতো টাকা কেন খরচ করো?'
প্রেমিকা হওয়ার পর এমনিতেই ছেলেরা বন্ধুদের সাথে কমই যাওয়ার চেষ্টা করেন। এটা জানার পরেও আপনি যদি তার বন্ধুদের সাথে কি হয়, কি করেন ইত্যাদি নিয়ে কথা শোনান তাহলে তার বিরক্ত লাগারই কথা।
'তোমার আম্মু/ আপুর সমস্যা কী?'
নিজের পরিবারের কারো সম্পর্কে কোনো ছেলেই বাজে মন্তব্য এবং কথা সহ্য করতে পারেন না, তা সে যিনিই হোন না কেন। আপনার প্রেমিককে শুধুশুধু মায়ের আদরের ছেলে বা বোনের আদরের ভাই বলে খোঁচাবেন না। যদি তাদের সম্পর্কে ভালো কথা বলতে না পারেন তবে চুপ করে থাকুন।
'না, আজকে কোথাও যাবো না'
ছেলেরা ঘুরাঘুরি করতে অনেক বেশি পছদন করে থাকেন। তারা যদি কোথাও নিয়ে যেতে চান আপনাকে তবে তিনি কোনো প্ল্যান তৈরি করেছেন বলেই বলেছেন। তার প্ল্যান নষ্ট হলে তার বিরক্ত লাগবেই।