সকালে গোসল না সেরে বেরিয়ে পড়তে হলো এমন ঘটনা প্রায় সব ব্যস্ত মানুষের ক্ষেত্রেই কখনো না কখনো ঘটবেই। কিন্তু সারাদিনের কাজে মনযোগ থাকার জন্য শারীরিক সতেজতা খুব জরুরি। তাই সকালে যদি কখনো ফ্রেস হয়ে বেরুতে না পারেন তাহলে মনে রাখুন সাতটি টিপস।
ড্রাই শ্যাম্পু: ড্রাই শ্যাম্পু চুলের তেলতেলে ভাব দূর করে চুলে সুগন্ধী ছড়ায়। তাই গোসল করার সময় না পেলে ঝটপট ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন। জাস্ট হাতে ড্রাই শ্যাম্পু নিয়ে চুলের গোড়ায় তেলের মতো লাগিয়ে নিয়ে ব্রাশ করে ফেলুন।
মুখের তেল-ময়লা তুলে ফেলুন: মুখের ঘাম, ময়লা এবং তেলতেলে ভাব ঝটপট দূর করতে হালকা ফেসিয়াল করে নিন। সেইটুকু সময়ও যদি না থাকে তবে ন্যাপকিন টিস্যু দিয়ে মুখটা ঘষে নিন। একটু চকচকে জাতীয় পাউডার লাগিয়ে নিন মুখে।
ঠাণ্ডা পানি: সারা দিন রোদে ঘোরার পর যদি মুখে লালচে ভাব চলে আসে, তবে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা নিন। তা না থাকলে ঠাণ্ডা কফির কাপটি মুখে ঠেসে ধরুন, তাতেও দারুণ কাজ হবে। ত্বকের রক্ত প্রবাহ বাড়বে এবং লালচে ভাব দূর হয়ে যাবে।
অর্গানিক বডি অয়েল: অর্গানিক বডি ওয়েল ঝটপট শরীরে লাগিয়ে নিন। মুহূর্তে ফ্রেস অনুভব করবেন এবং দেহের বাজে গন্ধও চলে যাবে।
ডিওডরেন্ট টাওয়েল: ডিওডরেন্ট টাওয়েল দিয়ে গোটা শরীর মুছে নিন। মুহূর্তেই শরীর ও মনজুড়ে সতেজতা অনুভব করবেন।