ভারতীয় মহিলারা এতদিন পর্যন্ত সহবাসকে কেবল বিবাহোত্তর কর্তব্য বলেই মনে করতেন। কিন্তু আজকাল এ নিয়ে তাদের এই ভাবনায় পরিবর্তন এসেছে। তারা মনে করেন, সহবাস তাদের জীবনেও ব্যাপক গুরুত্ব রাখে। এই কারণেই নারীরা বর্তমানে বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। যৌন বিশেষজ্ঞদের কাছে এখন অনেক বেশি নারীই আসছেন। তাদের সবারই বক্তব্য, আমরাও সহবাসের সময়কার অর্গাজম বা সন্তুষ্টি সমান অধিকার চাই।
মুম্বাইয়ে সেক্সোলজি বিশয়ে অনুষ্ঠিত ন্যাশনাল করফারেন্সে সেক্স বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, নারীরা এখন নিজেদের চাহিদার কথা বুঝতে শিখেছেন এবং তারা নিজের ও তার স্বামীর বিভিন্ন যৌন সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।
কাউন্সিল অব সেক্স এডুকেশন অ্যান্ড হ্যারেন্টহুড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইশিতা বলেন, ‘আগে নারীরা সহবাসকে বিয়ে পরবর্তী একটি কর্তব্য বলে মনে করতেন। কিন্তু এখন ভারতীয় নারীরা সহবাসের ক্ষেত্রে নিজেদের প্রয়োজনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তারা যৌন সন্তুষ্টিকে নিজের অধিকার বলে মনে করতে শুরু করেছেন। এটা একটি বিরাট পরিবর্তন’।
হায়দরাবাদের অপর এক যৌন বিশেষজ্ঞ ডা. শর্মিলা মজুমদার বলেন, ‘আমি প্রতি সপ্তাহে অন্তত ২০০ ইমেল পাই। এতে মহিলার ও দম্পতিরা তাদের যৌনজীবন নিয়ে সাহায্য চেয়েছেন। আগে নারীরা সেক্স নিয়ে খুব বেশি কথা বলতেন না। কিন্তু এখন তারা অনেক বেশি সাহসী হয়ে উঠেছেন। তারা মনে করেন, সেক্স এখন কেবল তাদের শোয়ার ঘরের মধ্যে সীমিত নয়’।
শর্মিলা আরো জানান যে, আগে নারীরা সহবাসের সময়কার ব্যথা বা অন্য সমস্যা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিতেন। কিন্তু এখন তারা সহবাসের সময়ের সন্তুষ্টি নিয়ে কথা বলেন। তারা সহবাসের সুবিধার জন্য চিকিৎসকের সাহায্য নেন।
মুম্বাইয়ের অপর এক যৌন বিশেষজ্ঞ ডা. জ্যাক জানিয়েছেন, মহিলা ও দম্পতিদের মধ্যে সহবাস নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি জানান, প্রতি মাসে তার কাছে অনেক মহিলা আসেন যারা সেক্স নিয়ে অনেক বেশি খোলামেলা ও নিজের সমস্যা নিয়ে কথা বলেন।