প্রিয় মানুষটির সঙ্গে রোমান্সের আনন্দই আলাদা। কিছু বিষয় জানা থাকলে বা মেনে চলতে পারলে সম্পর্ক রোমান্সে ভরপুর থাকবে। আসুন জেনে নেয়া যাক সেই বিষয়গুলো:
১. সঙ্গীর ইতিবাচক দিকগুলো দেখুন। সম্পর্কের মধ্যে নেতিবাচক বিষয় এলেই রোমান্সে কমতি দেখা দেবে। মানুষের মধ্যে গুণের পাশাপাশি কিছু দোষ থাকা স্বাভাবিক। চেষ্টা করুন তার যা কিছু ভালো বা সুন্দর তা নিয়ে ভাবতে।
২. সঙ্গীর ভালোবাসা প্রকাশের ভাষা বা ভঙ্গি বোঝার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে রোমান্সকে দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে এটা বেশ জরুরি।
৩. ভুলে যান সমস্যার কথা। যখনই সঙ্গীর সঙ্গে গল্প করতে বসবেন বা একান্তে সময় কাটাতে চাইবেন, তখন সব সমস্যা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
৪. ব্যস্ত জীবনে দিনে-রাতে চারবার স্বামী-স্ত্রী কাছাকাছি থাকেন। সকালে ঘুম ভাঙার পর, বাসা থেকে বের হবার সময়, বাসায় ফেরার পর এবং রাতে বিছানায় ঘুমাতে যাওয়ার সময়। এই চারটি সময়ের মূল্য বোঝার চেষ্টা করুন। চারবার অন্তত ৪ মিনিট করে ১৬ মিনিট কাছাকাছি থাকনু। বাকি সময়গুলো ভালোলাগাময় সুখানুভূতিতে উড়ে উড়ে কাটবে।
৫. চেষ্টা করুন প্রযুক্তির ব্যবহার কমাতে। দুজনে একান্তে সময় কাটানোর সময় মোবাইল ফোন বেজে উঠলে সুর কেটে যেতে পারে। তাই এসময়গুলোতে মোবাইল ফোন সাইলেন্ট করে রেখে দিন। আর অনলাইন বা টেলিভিশনকে দূরে রাখুন।
বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৪/ রাসেল/ রশিদা