নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানাবিধ কসমেটিক থেকে শুরু করে সবজি, ফল- কতকিছুই না আমরা ব্যবহার করি। এক্ষেত্রে মুখের ত্বকের ব্যাপারে একটু সাবধান হওয়া জরুরি। কারণ মুখের ত্বক খুবই নাজুক। ভুল উপকরণ ব্যবহারের ফলে হিতে বিপরীত হতে পারে। অপূরণীয় ক্ষতি হতে পারে ত্বকের। তাই জেনে রাখুন যে জিনিসগুলোকে আপনার মুখের ত্বক থেকে দূরে রাখবেন।
শ্যাম্পু
শ্যাম্পু করার সময় মুখে শ্যাম্পুর ফেনা গড়িয়ে আসে সবারই। অনেকেই সেই ফেনা দিয়েই মুখ ধুয়ে ফেলেন। কিন্তু এই কাজটির কারণে আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
বডি লোশন
আমরা অনেকেই বডি লোশন মুখের ত্বকেও ব্যবহার করে থাকি। কিন্তু বডি লোশন দেহের ত্বকের জন্য তৈরি করা হয়, তাই এটি খুব ভারী ও সুগন্ধিযুক্ত হয়। তাই মুখের ত্বকের জন্য ব্যবহার করুন গন্ধহীন ও আরো ভাল কোনো ক্রিম।
হেয়ার কালার
অনেকেই আছেন কিছুদিন পর পর চুলের রঙ পাল্টে থাকে। তাই মনে করেন যে চুলের রঙের সাথে যদি আইব্রো'র রঙ মিলে যায় তাহলে হয়তো ভাল দেখাবে। কিন্তু চুল কালার করার উপাদানে যে কেমিক্যাল থাকে তা আমাদের মুখের ত্বকের জন্য খুব ক্ষতিকর। তাই চুলের পাশাপাশি আইব্রো কালার করবেন না।
ডিওড্রেন্ট
ডিওড্রেন্টের কাজ হলো আমাদের ঘাম ও ঘামের দুর্গন্ধ থেকে রক্ষা করা। তার মানে এই না যে ডিওড্রেন্ট আপনার মুখের ঘামও দূর করবে। তাই এই ভুল কাজ করা থেকে বিরত থাকুন।
হেয়ার সিরাম
অনেকেই হেয়ার সিরাম ব্যবহার করে থাকেন। আর হেয়ার সিরামের কাজ হল চুল নরম রাখা, চুলের জটা না বাঁধা, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করা। তাই বলে যে চুলের সাথে সাথে আপনার মুখের ত্বককেও হেয়ার সিরাম নরম রাখবে তা কিন্তু নয়। চুলে ব্যবহার করার উপাদান ও মুখে ব্যবহার করার উপাদান কখনোই একরকম হয় না।
হেয়ার স্প্রে
অনেকেই মনে করে থাকেন যে হেয়ার স্প্রে দিয়ে যেহেতু চুল ঠিক রাখা যায় তাহলে হয়তো মেক-আপ করার পর, মেক-আপ যেন বেশিক্ষণ থাকে ও না ঘেমে যায় তার জন্য একটু হেয়ার স্প্রে মুখে দিয়ে দেই। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ হেয়ার স্প্রেতে আছে 'লেকিউরস ও এলকোহল' উপাদান যা ত্বকের জন্য খুব খারাপ।
নেইলপলিশ
নেইলপলিশের কাজ হল আমাদের নখের সৌন্দর্য বৃদ্ধি করা। কিন্তু আমরা অনেকেই আছি কপালে টিপ দেয়ার জন্য কিংবা কোনো ছোট মেয়ে বাচ্চাকে সাজানোর জন্য নেইলপলিশ ব্যবহার করে থাকি। কিন্তু নেইলপলিশের উপাদান মুখের ত্বকের জন্য খুবই ক্ষতিকর।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৫/আহমেদ