অবিবাহিত ও একাকী নারীদের চেয়ে বিবাহিত নারীরাই বেশি সুখী। আর ওই নারী যদি তার ‘সেরা বন্ধুকে’ বিয়ে করেন তা হলে তো কথাই নেই; একরকম সুখের স্বর্গেই থাকেন তিনি। কানাডার ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ পরিচালিত এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।
গবেষকরা জানিয়েছেন, বিয়ের পর ১-২ বছর হানিমুন পিরিয়ড হিসেবে অনেক বেশি উপভোগ করেন দম্পতিরা। কারণ, এসময় তাদের ওপর কাজের চাপ কম থাকে এবং সন্তান বা বাবা-মায়ের দেখাশুনার চাপ থাকে না। গবেষণায় দেখা গেছে, কারো সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্বের পর বিয়ে করলে নারী বেশি সুখী হয়।
গবেষক দলের সদস্য শন গ্রোভার হাফিংটনপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ৪৫ থেকে ৬৫ বছরের মাঝামাঝি সময়ে চাপ অনেক বেড়ে যায়। এই কঠিন সময়ে একমাত্র সঙ্গীই সব কাজে সমর্থন দেয়। কাজেই ভালো পার্টনার ছাড়া সময়টা পার করার কথা ভাবাও যায় না।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০১৫/শরীফ