এইতো কয়দিন হলো অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেছে নবাগত অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। এখন অনেকটা একাকী সময় কাটাচ্ছেন তিনি। সম্পর্ক ভেঙেছে তো কি হয়েছে। শ্রদ্ধা সবসময় হাসিখুশি খাকতেই পছন্দ করেন। ‘আশিকি-২’ খ্যাত এ অভিনেত্রী ভালোবাসা দিবসে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। তার টিপসগুলো নিচে দেওয়া হলো :
চাপমুক্ত থাকুন : আপনি সিঙ্গেল মেয়ে হয়ে থাকলেও ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কোনো চাপ অনুভব করবেন না। সব জায়গায় মানুষের কাছে ভালোবাসা দিবস একটা বিশেষ দিন। কাজেই এটা ভেবে কখনই চাপ অনুভব করবেন না যে, ভালোবাসা দিবসে আপনার স্পেশাল কেউ নেই।
একাকীদের প্রতি : একা থাকলে দুঃখ করার কিছু নেই। বরং তাতে সুখী হওয়ার চেষ্টা করুন। ভালোবাসা দিবসকে নিজের মতো করে উদযাপন করুন। তাতে একাকীত্ব কিছুটা হলেও কেটে যাবে।
প্রতিজ্ঞাবদ্ধ হোন : এই বিশেষ দিনটিতে সঙ্গীকে নিয়ে ভালো কোনো জায়গা কিংবা ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তবে রেস্টুরেন্টের বিল কিন্তু আপনিই মেটাতে চেষ্টা করবেন। ভালোবাসা দিবসে মেয়েরা প্রিয় মানুষটির সাথে ঘুরতে যাওয়ার জন্য সাজগোজে অনেকটা সময় নষ্ট করে থাকেন। সঙ্গীকে অনেকক্ষণ অপেক্ষায় রাখা ঠিক নয়। কাজেই সময় নষ্ট না করার জন্য নিজে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হোন।
সম্পর্ক ভেঙ্গে গেলে করণীয় : সম্প্রতি যদি আপনার সম্পর্ক ভেঙ্গে যায় তাহলে হতাশ হওয়ার কিছু নেই। বরং চারপাশের লোকদের সাথেই ভালোবাসা দিবসটি উদযাপন করুন। দেখবেন দিনটি অনেক ভালো কেটে যাবে। চিন্তা করবেন না, আগামী বছর হয়তো কাউকে পেয়েও যেতে পারেন।
ভালোবাসা দিবসে শুভেচ্ছা বিনিময় : পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ভালোবাসা। কাজেই এই বিশেষ দিনটিতে সবার সাথে ভালোবাসার শুভেচ্ছা বিনিময় করুন। দিনটি আসলেই সবার জন্যই অনেক মজার। ভালোবাসার দিনটি বন্ধু কিংবা পরিবার-পরিজনদের সাথেই কাটান। তাদের সাথেই শুভেচ্ছা বিনিময় করুন। দেখবেন অনেক ভালো লাগবে। সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ