এবার বাজারে আসছে পুরুষদের জন্য জন্মনিয়ন্ত্রন ট্যাবলেট! জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত ট্যাবলেট বানানোর জন্য অনন্ত দুটি প্রকল্পে কাজ করছেন বৈজ্ঞানিকরা যার একটি এইচ-২ গ্যামেন্ডাজোল। প্রকল্পটির উদ্দেশ্য পুরুষদের শুক্রাণুর বৃদ্ধি আটকানো। সাধারণত অপরিণত শুক্রাণু টেস্টিসে প্রবেশের পর পূর্ণ রূপ নেয়। এইচ-২ গ্যামেন্ডাজোলে এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের কানকাস মেডিক্যাল সেন্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোসেফ ট্যাশ জানিয়েছেন, পুরুষদের শুক্রাণু না থাকলে আর নারীদের গর্ভসঞ্চারের সম্ভাবনাও থাকে না।
অন্য প্রকল্প জেকিউ ১ এর মাধ্যমে পুরুষদের শরীরে শুক্রাণু উৎপাদনই বন্ধ রাখা সম্ভব। অবশ্য পুরুষদের জন্য এ ধরনের জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আনতে আরও অনেক সময় লাগবে।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা