বিশ্বের নামী কসমেটিকস ব্র্যান্ড ল'রিয়েল বিউটি এক্সপার্টদের নিয়ে আয়োজন করেছে 'দ্য ব্রাশ কন্টেস্ট'। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোকে ১১টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই শেষে প্রতিযোগিতা এখন তৃতীয় পর্বে।
প্রথম পর্বে মালোয়েশিয়া রিজনে বাংলাদেশের ফারনাজ আলম ১০ হাজারের বেশি প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ৫০ জনের মধ্যে নির্বাচিত হন। এরপর দ্বিতীয় পর্বে দর্শকদের ভোটে সবাইকে টপকে প্রথম স্থান অধিকার করে নেন তিনি।
একজন বাংলাদেশি হিসেবে ভোট দিয়ে প্যারিসের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন ফারনাজ।
'ওমেন্স ওয়ার্ল্ড'-এর পরিচালক ফারনাজ আলম বর্তমানে 'দ্য ব্রাশ কন্টেস্ট'-এর পরবর্তী রাউন্ড বুটক্যাম্পে অংশ নিতে মালয়েশিয়ায় অবস্থান করছেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ফ্যাশনের স্বর্গভূমি প্যারিসে।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৫/ রশিদা