শীতের আগমণের সাথে সাথে বাংলাদেশে দেশে বেড়ে যায় বিয়ের আমেজ। এই সময়টায় চারদিকে বিয়ে বিয়ে রব ওঠে। এখনকার বিয়ের অনুষ্ঠানের সবচে' গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ফটোগ্রাফি।
বিয়ের ফটোগ্রাফি এখন অনেকদূর এগিয়ে গেছে। কতটা এগিয়েছে তার প্রমাণ মেলে ওয়েডিং ফেয়ারগুলোতে গেলেই। এমনই একটি গ্র্যান্ড ওয়েডিং ফেয়ার ১২-১৪ নভেম্বর তিন দিনব্যাপী ধানমণ্ডি দৃক গ্যালারিতে আয়োজন করা হচ্ছে।
‘বিবাহ যাত্রা’ শীর্ষক এই মেলার যৌথ আয়োজক ড্রিমি ওয়েডিং এবং ওয়েডিংবিছ। উক্ত অনুষ্ঠানে থাকবে ছবির প্রদর্শনী, বুকিং এবং ক্লায়েন্টদের জন্য বিভিন্ন প্যাকেজে থাকছে ১০শতাংশ পর্যন্ত ছাড়সহ আরও নানা সুবিধা।
বিস্তারিত জানতে ও বুকিং-এর জন্য যোগাযোগ করুন: রিপন খান ০১৯১১৩৬৮২১৭। আর বিয়ের ফটোগ্রাফি ও বিয়ের ইভেন্টের নানা দিক সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন তিন দিনের ওয়েডিং ফেয়ার থেকে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রনক/ রশিদা