অ্যালার্জির সমস্যায় ওষুধ নয়, চুমুতেই নাকি সেরে যাবে! আর চমকপ্রদ এই আবিষ্কার চলতি বছরের ইগ নোবেল এনে দিল জাপানি ডাক্তার হাজিমে কিমিতাকে।
জাপানের ওসাকাতে একটি অ্যালার্জি ক্লিনিক পরিচালনা করেন কিমিতা। তার দাবি অ্যালার্জি হলে ওষুধ না খেয়ে ঘরের দরজা বন্ধ করে চালিয়ে দিতে হবে হালকা রোম্যান্টিক মিউজিক। আর আধা ঘণ্টার জন্য সঙ্গীকে জড়িয়ে ধরে চুমু খেতে হবে। আর এটা কাজ দেবে ম্যাজিকের মতো। কমতে শুরু করবে অ্যালার্জি।
নোবেল প্রাইজ পাননি তাতে কি! ইগ-নোবেল পেয়েই মহাখুশি জাপানের লাফটার অ্যান্ড হিউমার স্টাডিসের সদস্য কিমিতা। তার কথা হলো, এই অনুসন্ধান লোকের কানে পৌঁছেছে, তাতেই তিনি আনন্দিত।
বর্তমানে চিকিৎসা বিজ্ঞান চুমুর উপকারিতা নিয়ে ব্যাপক গবেষণা করছে। কিমিতার আবিষ্কার সেখানে এক নতুন মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য।
বিডি-প্রতিদিন/ ০৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা