প্রতিবারের মতো এবারও থার্টি ফার্স্টে সারাদেশের বিভিন্ন হোটেল, ক্লাবে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। রয়েছে ডিজে পার্টি, ফ্যাশন শো, বুফে ডিনার, কনসার্ট, লাইভ মিউজকসহ হরেক আয়োজন। দেশের তারকা শিল্পীদের সঙ্গে ডিজেরা মাতাবেন নিওন আলোয় আলোকিত রাত। এসব আয়োজনের অগ্রিম টিকেট অনলাইনে কেনা যাবে http://www.ticketchai.com থেকে।
রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের উৎসব হলে আগামী ৩১ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হবে জমকালো পার্টি 'থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন'।
এতে থাকছে আইটেম গানের তালে নাচ, কনসার্ট, ফ্যাশন শো ও লাইভ মিউজিক। অনুষ্ঠানে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা। আইটেম ড্যান্স পরিবেশন করবেন আলোচিত মডেল নায়লা নাঈম।
আসর জুড়ে থাকবে দেশের প্রথম সারির মডেল ইমি, মারিয়া, আঁখি, মাশিয়াত ও ঝুমুরদের অংশগ্রহণে ফ্যাশন শো। ডিজে পরিচালনা করবেন ডিজে জেনিফা। ৭,০০০ টাকায় মিলবে অনুষ্ঠানের টিকিট।
রাজধানীর দা ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হবে 'থার্টিফাস্ট ব্ল্যাক আউট'। এ অনুষ্ঠান মাতাবেন ডিজে জিসান, ডিজে মারিয়া, ডিজে প্রিন্স। টিকেটের মূল্য সিঙ্গেল ৭,০০০ টাকা, কাপল ১২,০০০ টাকা। এখানে থাকবে বুফে ডিনার এবং বুফে ব্রেকফাস্ট।
বনানীর হোটেল সারিনাতে থাকবে লাইভ ডিজে, লাইভ মিউজিক ও ফ্যাশন শো। টিকেটের মূল্য সিঙ্গেল ২,৮৫০ টাকা, কাপল ৪,৭৫০ টাকা।
কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে থাকবে লাইভ ডিজে, লাইভ মিউজিক ফায়ার ওয়ার্কস ও বারবিকিউ। ডিজে বিশাল ও আরও অনেকে পারফর্ম করবেন। টিকেটের মূল্য ৬০০০ টাকা থেকে শুরু।
কক্সবাজারের সায়মন বিচ রিসোর্ট মাতাবেন ডিজে মিরাজ, ডিজে ফারজানাসহ অনেকে। আরও থাকছে লিনা খানের কোরিওগ্রাফে ফ্যাশন শো। টিকেটের মূল্য ৩০০০ টাকা থেকে শুরু।
এছাড়াও থাকছে ব্রিটিশ হোমস লাইভ ডিজে, লাইভ মিউজিক ও ফ্যাশন শো। টিকেটের মূল্য ১৫০০ টাকা থেকে শুরু। ঢাকা প্লাটিনাম টেরেসে থাকছে লাইভ ডিজে, লাইভ মিউজিক, গেম, র্যাফেল ড্র, ফ্যাশন শো ও আনলিমিটেড বুফে। টিকেটের মূল্য ১৫০০ টাকা থেকে শুরু।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ