মশার যন্ত্রনায় অস্তির সবাই। নগর এলাকায়তো ডাস্টবিন, স্যুয়ারেজগুলোতে মশার চাষ হয় বলা যায়। মশা মারতে স্প্রে, কয়েল, ক্যালামাইন লোশন কতকিছুই ব্যবহার করা হয়। কিন্তু স্প্রে বা কয়েল মশা থেকে নিস্তার দিতে পারলেও এর রাসায়নিক উপাদান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে কী করার? সারাক্ষণ তো মশারির মধ্যে বসে থাকা যাবে না। সেক্ষেত্রে একটা সহজ উপায় ডিটারজেন্ট মেশানো পানি ব্যবহার করা।
কয়েকটা বাটিতে একটু করে ডিটারজেন্ট পানি ঘরের বিভিন্ন স্থারে রেখে দিলে দেখা যাবে মশা এসে ওই পানিতে পড়ছে। খুব সহজ একটা উপায়, তাই না? আর ডিটারজেন্ট মেশানো পানিতে মশার মৃত্যু নিশ্চিত। তথ্যসূত্র : স্কুপহুপ
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল ২০১৬/ এস আহমেদ