'সুস্থতায় শুদ্ধতায় মানসিক প্রশান্তি’ স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার যাত্রা শুরু হয়েছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) মাসব্যাপী 'স্বাস্থ্যসেবা কার্যক্রম। মালয়েশিয়ায় চিকিৎসা সেবার সুযোগ-সুবিধা সম্পর্কে প্রচারণার অংশ হিসেবে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমএইচটিসির এ কার্যক্রমের অংশীদার গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান জিডি অ্যাসিস্ট।
শুক্রবার সকালে ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠের সামনে থেকে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।
ওইদিন সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন উড়িয়ে ‘ফান রান ম্যারাথন’ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন মোহাম্মদ তায়িব। ব্যতিক্রমী এই দৌড় প্রতিযোগিতায় অর্ধ শতাধিক স্বাস্থ্যসচেতন মানুষ অংশ নেন।
প্রতিযোগিতায় রোবায়েত, হোসেন মোহম্মদ ও প্রীতম নাগ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন। তিন বিজয়ীকে আয়োজকদেও পক্ষ হতে পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেয়া হয়। এ ছাড়া অংশগ্রহণ সকল প্রতিযোগীকে স্মারক হিসেবে মেডেল দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিডি অ্যাসিস্টের চেয়ারম্যান নাসির এ চৌধুরী, পরিচালক ফারজানা চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মইনুদ্দিন আহমেদ, এমএইচটিসের বিপনণ কর্মকর্তা মেগাত আরদিয়ান আমিনউদ্দিন, আঞ্চলিক বিপনণ কর্মকর্তা কাভিথা ম্যাথুভি প্রমুখ।
ম্যারাথন প্রতিযোগিতা শেষে ইন্দিরা রোড ক্রীড়া চক্র মাঠে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আয়োজন নিয়ে অবহিত করেন আয়োজক প্রতিষ্ঠানের কর্তব্যক্তিরা।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৬/মাহবুব