সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সেখানে বলা হয়েছে, যৌনতার আসল সময় তো চল্লিশ থেকে শুরু। কানাডায় ২৪০০ জন মধ্যবয়স্ক মানুষকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। এতে উঠে আসছে যে, চল্লিশোর্ধরা অত্যন্ত সক্রিয় যৌন জীবন যাপন করেন এবং একই সঙ্গে তা উপভোগও করেন পূর্ণ মাত্রায়। খবর আনন্দবাজার পত্রিকার।
সেক্স ইনফরমেশন অ্যান্ড এডুকেশন কাউন্সিল অব কানাডা এবং কনডম প্রস্তুতকারী সংস্থা ট্রোজানের যৌথ উদ্যোগে এই সমীক্ষা পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারীদের বয়স ৪০ থেকে ৫৯ বছর। সমীক্ষায় শতকারা ৬৫ ভাগ মানুষ জানিয়েছেন যে তাদের শেষ যৌন অভিজ্ঞতা ছিল খুবই আনন্দদায়ক।
যৌনজীবনে অভিনবত্ব আনার ব্যাপারে যথেষ্ট এগিয়ে এবং নিজেদের ‘অ্যাডভেঞ্চারাস’ বলেও দাব করেছেন শতকরা ৬৩ ভাগ মানুষ।
বিডি-প্রতিদিন/ ২৮ মে, ২০১৬/ আফরোজ