আপনার যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, এটা অবশ্যই জেনে রাখুন- ই-সিগারেটও আপনার স্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর! সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রচস্টার স্কুল অফ মেডিসিন ও ডেনটিসট্রির তৈরি করা এক রিপোর্টে উঠে এসেছে, সিগারেটের মত ই-সিগারেটও দাঁত ও মাড়ির জন্য একইরকম ক্ষতিকর। ই-সিগারেট পুড়ে যে বাষ্প তৈরি হয়, তাতে কোষে প্রদাহ তৈরি হয়। একইরকম ভাবে ক্ষতি হয়। যার ফলে বিভিন্ন ওরাল ডিসিজ দেখা দেয়।
দেখা গেছে বেশিরভাগ ই-সিগারেটে থাকে একটি ব্যাটারি, একটি তাপযন্ত্র এবং একটি কার্টিজ যাতে তরল পদার্থটি রাখা থাকে। সেই তরলটির মধ্যে বিশেষ ভাবে থাকে নিকোটিন, গন্ধ তৈরির রাসায়নিকসহ অন্যান্য রাসায়নিক। যা স্বাস্থ্যের জন্য পুরোপুরিই ক্ষতিকর।
বিডি প্রতিদিন/এ মজুমদার