সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হতে গেলে আবার ক্যালেন্ডারের পাতা কিংবা ঘড়ির কাঁটার দিকে তাকালে চলে নাকি। তবে শীতকালে একটু উষ্ণতার চাহিদা বাড়ে অনেকের মধ্যে।
বিশেষজ্ঞরাও বলছেন, শীতকালে ঘনিষ্ঠ হওয়ার মজাই আলাদা। কেন জেনে নিন।
গভীর, নিবিড় আলিঙ্গনের মাধ্যমে দৈহিক উষ্ণতা বিনিময়ের সেরা সময় যে শীতকাল, সেটা সকলেই জানেন। আর একান্ত আলিঙ্গন যত গভীর এবং আবেগতাড়িত হবে মজাও তত বেশি হবে।
শীতের মধ্যে গরম পানিতে একত্রে গোসল। সে এক অন্য রকম অনুভূতি।
মনোবিদরা জানান, শীতকালেই পুরুষদের মিলনের ইচ্ছা বেড়ে যায়। তাই তারা আগ্রাসী হয়ে পড়েন। আর আগ্রাসী পুরুষ তো যে কোনও নারীরই পছন্দ।
নারীদের অকারণ মন খারাপ হওয়া শীতকালে কোনও বিরল ঘটনা নয়। অনেক সময়েই এই অবসাদ কেটে যায় শারীরিক ঘনিষ্ঠতায়।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন