যৌনজীবনে বিপর্যয়ের নেপথ্যে নারীদেরও ভূমিকা রয়েছে। মাঝে মাঝে তাদের কিছু ভুলে যৌনজীবনে নেমে আসে অবসাদ। চলুন দেখে নেওয়া যাক সেই দিকগুলো।
১. যৌনজীবনে উচ্চাশা না-থাকাই ভাল। সঙ্গীকে বুঝে সেক্স সম্পর্কে ধারণা তৈরি করা উচিত। উচ্চাশায় হতাশা বাড়ে।
২. অনেকেই সেক্স-এর সময়ে সন্তান-জন্ম বা আরও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেন। এতে সেক্সলাইফে ব্যাঘাত ঘটে নিশ্চিতভাবেই।
৩. অনেকেই ভাবেন, সঙ্গীকে সন্তুষ্ট করতে পারছি তো? এই সব চিন্তা যৌনতায় অপূর্ণতা আনে।
৪. নিজের শরীর নিয়ে অসন্তুষ্টি অত্যন্ত ক্ষতিকারক দিক। নিজেকে কুৎসিত ভাবার থেকে খারাপ কিছু হতে পারে কি?
৫. সঙ্গীর মানসিক এবং শারীরিক অবস্থা সবসময়ে একইরকম থাকবে, এমনটা ভাবা ভুল।
৬. সেক্স-এর বাড়তি চাহিদা যৌনজীবনে দূরত্ব আনতে বাধ্য।
৭. সর্বদা সঙ্গীর সন্তুষ্টির কথা ভেবে চললে বিপদ আসবেই। নিজের সন্তুষ্টির কথাও ভাবুন।
সূত্র: এবেলা
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব