নারী-পুরুষ সবারই কমবেশি সঙ্গীতের প্রতি দুর্বলতা কাজ করে। তাই মানুষের কাছে সঙ্গীত অপছন্দের কথা অবাক লাগতে পারে। সম্প্রতি ফ্রান্সের বার্সিলোনা বিশ্ববিদ্যালয়, মন্টরিয়েল নিউরোলজিক্যাল সংস্থা (এমএনআই) ও কানাডার ম্যাকবিল বিশ্ববিদ্যালয় কিছু গবেষক যৌথ ভাবে গবেষণা করে জানতে পেরেছেন মানুষের কাছে সঙ্গীত অপছন্দের কারণ। তাদের গবেষণায় দেখা যায়, মানব মস্তিষ্কের দুটি দিকের যোগাযোগ ক্রমশ কমে যাওয়ার কারণে সঙ্গীত অপছন্দের ইচ্ছা তৈরী হয়।
গবেষকরা তাদের গবেষণায় জানতে পারেন, মানব মস্তিষ্কের কর্টিকাল ও সাবকর্টিকাল অংশের মধ্যে যোগাযোগ ক্রমশ কমে যাওয়ার কারণে সঙ্গীতের শব্দকে গ্রহণ করতে চায় না। গবেষকরা ৪৫ জন সুস্থ মানুষের উপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে আসে। পাশাপাশি আর্টিসম আক্রান্ত শিশুদের মধ্যেও মানুষের শব্দ শোনার আগ্রহ দেখা গেছে কম একই কারণে। গবেষকদের মত সঙ্গীত শোনার আগ্রহ তৈরী করলে ক্রমশ কমতে পারে তাদের এ অপছন্দের কারণ।
বিডি প্রতিদিন/এ মজুমদার