গর্ভবতী নারীদের রক্তচাপ বলে দিতে পারে সন্তান ছেলে হবে না মেয়ে৷ সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, মাতৃত্বকালীন অবস্থায় নারীদের রক্তচাপ সন্তানের লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের প্রসিদ্ধ এন্ডক্রিনোলজিস্ট ও গবেষক ড. রবি রেত্নাকরণ এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন৷
বিশেষজ্ঞরা জানালেন, হবু মায়ের রক্তচাপ বেশি থাকলে পুত্রসন্তান জন্মাবার সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে রক্তচাপ কম থাকলে কন্যাসন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে জানা গেছে৷
২০০৯ সালে ৩৩৭৫ জন নারীর ওপর এক সমীক্ষা চালানো হয়৷ এই নারীদের মধ্যে ১৬৯২ জন নারীর রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, কোলেস্টেরলের পরিমাণ বেশি ছিল৷
শেষপর্যন্ত ১,৪১১ জন নারীর পরীক্ষা-নিরীক্ষার পর তাদের ভেতর থেকে ৭৩৯ জন পুত্রসন্তান এবং ৬৭২ জন কন্যাসন্তানের জন্ম দেন৷ জানা যায়, যে হবু মায়েদের রক্তচাপ, শর্করার পরিমাণ, সিগারেট খাওয়ার অভ্যাস এবং কোলেস্টেরল বেশি রয়েছে তারা পুত্র সন্তান জন্ম দিয়েছেন৷ যাঁদের দেহে এর প্রভাব কম, তাঁরা কন্যা সন্তান জন্ম দিয়েছেন৷
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৮