ক্যান্সারে আক্রান্ত হলেও মনের জোর থাকলে সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব। একটু ভালবাসা ও যত্ন থাকলে জীবনযুদ্ধে জয় অবশ্যম্ভাবী।
ভারতের পশ্চিমবঙ্গের সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পেডিয়াট্রিশিয়ান অঙ্কোলজিস্ট ডা. সোমা দে এবং গাইনি অঙ্কোলজিস্ট ডা. শুভাশিস দে বলেন, ‘ক্যান্সারে আক্রান্তদের শারীরিক, মানসিক যন্ত্রণা থাকার পাশাপাশি পরিবার, বন্ধু, আত্মীয়দের সঙ্গেও একটা দূরত্ব তৈরি হয়। যে কারণে কাউন্সেলিং জরুরি।’
সাইকোলজিস্ট সোমা প্রামাণিক বলেন, ক্যান্সার আক্রান্তদের আতঙ্ক দূর করে জীবনকে রঙিন করে ভাবা উচিত। মনের জোরের সঙ্গে নিয়মিত সঠিক চিকিৎসার মধ্যে থাকলে মানসিক দুশ্চিন্তা কমে যাবে।
বিডি-প্রতিদিন/ ২৪ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দীন