বয়স প্রায় তিরিশ, অথচ এখনও সিঙ্গল। কর্মক্ষেত্রে বেশ সুমানও অর্জন করেছেন। ইচ্ছে হলে একাই বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। তা সত্ত্বেও যেন জীবনে শান্তি নেই এই বয়সী নারীদের। যেসব পরিস্থিতি এমন বয়সী ‘সিঙ্গেল’ নারীর জীবন দুর্বিষহ করে তুলতে পারে, আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক সেই কারণগুলি—
১। নিজের বেশিরভাগ বন্ধুদেরই বিয়ে হয়ে গেছে। এবং তারা তাদের সংসার জীবনে বেশ ব্যস্ত। স্বাভাবিকভাবেই মাঝে মাঝে একা লাগে।
২। পারিবারিক কোনও অনুষ্ঠানে যেতেই ভয় লাগে। আর তা যদি কোনও বিয়েবাড়ি হয়, সে ক্ষেত্রে তো হয়েই গেল। কারণ সকলে মিলে এবার সেই সিঙ্গেল নারীর ভবিষ্যৎ নিয়ে জল্পনায় বসবেন।
৩। সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নেন অনেক সময়ে। কারণ, ফেসবুক বা ইনস্টাগ্রামে বন্ধুদের একই ধরনের পারিবারিক ছবি। হয় তারা সেজেগুজে কোনও অনুষ্ঠানে গিয়েছে, না হলে আবারও মা হওয়ার ছবি।
৪। বন্ধুদের সঙ্গে পার্টি করতেও মন চায় না। কারণ, গল্প গড়িয়ে পরিবার-স্বামী-সন্তান, না হলে দজ্জাল শাশুড়িতে গিয়ে শেষ হয়। নিজেকে বেশ ‘আউট অফ প্লেস’ মনে হয়।
৫। আর কয়েক মাস পেরলেই ৩০ বছরে পা দেবেন। বিয়ে এবার না করলেই নয়, এমনটাই মনে করে পরিবার। কিন্তু আপনি এখনও ভেবে উঠতে পারেননি সে ব্যাপারে। কারণ আপনার এই জীবনে ভালই আছেন আপনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর