আপনার দাঁত কেমন? খুব সুন্দর? সাদা, ঝকঝকে? নাকি হলদেটে? আপনি কি একেবারেই আপনার দাঁতের যত্ন নেন না? মাঝে মাঝেই দাঁত ব্রাশ করেন না? তারপর হঠাৎ একদিন নিজেই বুঝতে পারেন, ইস্ দাঁতগুলো আপনার একেবারে নষ্ট হয়ে গেল!
এই জন্যই মানুষ কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। দাঁত ছাড়া আপনার মুখ হয়ে যায় ফোকলা।
অনেকেরই কিন্তু স্বভাব আছে, মাঝে মাঝেই দাঁত না মাজা। সেটা করলে, কী হতে পারে একবার দেখুন। শিউরে উঠবেন আপনি। তাই অন্যকে সচেতন করুন। কারণ, দাঁত কিন্তু সৌন্দর্যের আসল স্বচ্ছতা আনে।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৮/হিমেল