বাংলাদেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ে চলছে এ যাবতকালের সর্ববৃহৎ সেল! গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অফারটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আড়ং।
এ সময়ের মধ্যে ক্রেতারা আড়ংয়ের আউটলেট, আড়ং ডটকম এবং আড়ং অ্যাপ্লিকেশনে অ্যাপারেল, এক্সেসরিজ, হোম-ডেকরসহ বহু ক্যাটাগরির পণ্য এবং তাগা ও তাগা ম্যানের অ্যাপারেল ও এক্সেসরিজের উপর বিশাল ছাড় পাবেন।
কেনাকাটায় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আগ্রহী ক্রেতাদের আড়ং ডটকমে (aarong.com) ভিজিট করে শপিং টাইমস্লট বুক করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/শফিক