পশ্চিম অস্ট্রেলীয়দের এখন আর সৈকতে সার্ফিংয়ে যাবার আগে হাঙরের ভয় করতে হয় না। কেননা বিজ্ঞানীদের কল্যাণে প্রায় তিন শতাধিক হাঙরের গায়ে বিশেষ এক ধরনের ট্রান্সমিটার লাগানো সম্ভব হয়েছে। এসব ট্রান্সমিটারের সিগন্যাল ধরতে রয়েছে সাগরতলে স্থাপিত কিছু রিসিভার। রিসিভারগুলোর ১ কিলোমিটার এলাকার মধ্যে ট্যাগ লাগানো হাঙরগুলো চলে এলেই 'সার্ফ লাইফ সেভিং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া'-এর টুইটারে প্রকাশিত হয় একটি টুইট। ফলে আশেপাশের সার্ফাররা সতর্ক হয়ে যেতে পারেন।
টুইটারে @SLSWA অ্যাকাউন্টে কোন ধরনের হাঙরে ঠিক কোন স্থানের রিসিভারের ধারে রয়েছে সে তথ্য সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়ে যায়। ফলে এই টুইটার ফিডে এক নজরেই জেনে নেয়া যায় তিন শতাধিক হাঙরের অবস্থান। নিরাপত্তার স্বার্থে তাই পানিতে নামার আগে মুহূর্তেই দেখে নেয়া যায় পছন্দের এলাকায় হাঙরদের বিচরণ রয়েছে কি না।
হাঙরের বিচরণ সম্পর্কে আরও বেশি তথ্য পেতে সরকারের 'ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ ফিশারিজ'-এর একটি চলমান প্রোগ্রামের অন্তর্ভূক্ত এই ট্রান্সমিটার-রিসিভার ও সরাসরি টুইটারে অ্যালার্ট প্রকাশের প্রযুক্তি। এর মাধ্যমে হাঙরের চলাফেরার পাশাপাশি জনগণের নিরাপত্তাও বৃদ্ধি করা সম্ভব হচ্ছে।
আর্স টেকনিকা তাদের প্রতিবেদনে জানিয়েছে, হাঙরগুলোর গায়ে লাগিয়ে দেয়া এসব ট্রান্সমিটারের ব্যাটারি টানা ১২ বছর বা এক যুগ পর্যন্ত স্থায়ী হতে পারে।