বিশ্বের সবচেয়ে শক্তিশালী বালক হিসেবে পরিচিত গিউলিয়ানো স্ট্র ২০০৪ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেন। রুমানিয়ার ছেলে হলেও মা-বাবার সঙ্গে সে থাকতো ইতালির ফ্লোরেন্সে। মাত্র ২ বছর বয়স থেকেই গিউলিয়ানো স্ট্র প্রতিদিন ব্যায়াম করতে শুরু করেছে। ফলশ্রুতিতে ৫ বছর বয়সেই ইতালিয়ান টিভিতে হাজার হাজার লোকের সামনে শারীরিক কসরত দেখিয়ে পুরো দেশবাসীকে অবাক করে দেয়। পরবর্তীতে তার নাম স্থান পায় গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডে।
টিভি শোতে স্ট্র তার দুই পায়ের মাঝে মেডিসিন বল রেখে সর্বোচ্চ গতিতে শুধু তার দুই হাতের সাহায্যে হেঁটে ১০০ ফিটেরও বেশি দূরত্ব অতিক্রম করে। এছাড়া বোতলের ওপর শরীরের ভারসাম্য রাখতে সক্ষম হয় সে। মাঝারি আকারের চারটি কাচের বোতলের ওপর হাত ও পা রেখে পুরো শরীর শূন্যে উত্তোলন করেছে রোমানিয়ার এ বিস্ময় বালক।
বিশ্বের সবচেয়ে কম বয়সী বডিবিল্ডার হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। তার বাবা ইউলিয়ান স্ট্রও একজন বডিবিল্ডার। ছোটবেলা থেকে বাবার সঙ্গে জিমে যাওয়া হতো গিউলিয়ানো স্ট্র-এর। আর সেভাবেই তার ব্যায়ামের প্রতি আগ্রহ তৈরি হয়।