ভারতে লোকসভা নির্বাচনে প্রবল গরমের হাত থেকে ভোটারদের বাঁচাতে প্রত্যেকটি বুথে ছাউনির ব্যবস্থা করছে কমিশন। সেখানে ভোটাররা কিছুটা সময়ে বিশ্রামও নিতে পারবে। চাইলে পাওয়া যাবে জলও। শুধু গরমের হাত থেকে বাঁচানো নয়, ভোটারদের বুথমুখি করতেও এই অভিনব উদ্যোগ কমিশনের। পাশাপাশি, পাঁচটি মহকুমা কাকদ্বীপ, আলিপুর, বারুইপুর, ক্যানিং এবং ডায়মন্ডহারবারে একটি করে মডেল পোলিং স্টেশন তৈরি করছে কমিশন। যেখানে ভোটারদের জন্য থাকছে আলাদা বসার বন্দোবস্ত। তৈরি করা হবে একটি অস্থায়ী ঘরও। থাকবে পাখা এবং জলের ব্যবস্থা। এছাড়াও, বুথে বাজবে হালকা গানও। বাজবে ভোটারদের মনের মতো রবীন্দ্রসঙ্গীত। প্রথমে পাঁচটি মহকুমায় মডেল বুথের বানানোর সিদ্ধান্ত নেওয়া হলেও আগামীতে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কমিশন।
অন্যদিকে, ভোটারদের জন্য সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কমিশন। ভোটাররা যেকোনো সমস্যায় পড়লে কিংবা কোনও জিজ্ঞাসা থাকলে চালু করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর। নম্বরটি হল, ১৮০০৩৪৫৫০৫৯। এছাড়াও কোনও অভিযোগ জানাতে চাইলে এসএমএস করতে পারেন(৮৩৩৫০৭৯০৭৬) এই নম্বরে।