ভারতের সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা রদ না করার রায় পুনর্বিবেচনার জন্য সমকামী অধিকার সংগঠনগুলির কিউরেটিভ পিটিশন শুনতে রাজি হল। ২০১৩ সালের ১১ ডিসেম্বর দেওয়া এই রায়ে ২০০৯ সালে দিল্লি হাইকোর্টের দেওয়া একটি রায় খারিজ করে সর্বোচ্চ আদালত জানায়, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অসাংবিধানিক নয়।
আবেদনটি দাখিল করেছে নাজ ফাউন্ডেশনসহ একাধিক এলজিবিটি অধিকার সংগঠন। নাজ ফাউন্ডেশনের পক্ষ থেকেই প্রথম ৩৭৭ ধারা রদ করার আবেদন দাখিল করা হয় দিল্লি হাইকোর্টে।
ব্রিটিশ আমলের এই আইনে সমকামসহ যে কোনও 'অস্বাভাবিক' যৌন আচরণই দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হয়। প্রমাণ হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে। সুপ্রিম কোর্টের ৩৭৭ ধারা পুনর্বহাল করে আইন বদলের বিষয়টি সংসদের ঘাড়ে ঠেলে দেওয়া সমকামী অধিকার আন্দোলনের ক্ষেত্রে বড়সড় ধাক্কা ছিল। এই রায়ের বিরুদ্ধে এর আগে দাখিল হয়েছে একাধিক রিভিউ পিটিশন। প্রতিটিই ভিত্তিহীন বলে খারিজ করেছে শীর্ষ আদালত।