ছোট শিশুকে অংক শেখাতে গিয়ে আপনার অবস্থা নাজেহাল! এরকম পরিস্থিতিে সাহায্য নিতে পারেন বানরের। ভাবছেন ঠাট্টা করছি। মোটেই না। বাচ্চাদের অংক শেখাতে বানরের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
তারা বলছেন, বাঁদরের মধ্যে সংখ্যা ও বিভিন্ন চিহ্নকে চেনার ক্ষমতা রয়েছে। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তিনটি বানরকে ২৬টি আলাদা চিহ্ন, ১০টি অ্যারবিক নম্বর ও ১৬টি অক্ষর শেখান। প্রতিটি চিহ্নের জন্য তাদের শূন্য থেকে ২৫ ফোঁটা পানি, জ্যুস বা অরেঞ্জ সোডা পুরস্কার হিসেবে রাখা হয়। দুটি আলাদা চিহ্ণের মধ্যে একটিকে বেছে নিতে বললে ৯০ শতাংশ ক্ষেত্রে বানরগুলো যেটির জন্য সবচেয়ে বেশি পুরস্কার রয়েছে সেটিই বেছে নেয়।
এই গবেষণা থেকে জানা যায়, বানরেরা অনেক তাড়াতাড়ি বিভিন্ন চিহ্ন চিনে নিতে পারে এবং প্রয়োজন পড়লে তা কাজে লাগাতেও পারে।
বানরেরা পরম মানের তুলনায় আপেক্ষিক মান বেশি করে চিহ্ণিত করতে পারে। গবেষকেরা জানিয়েছেন, এই গণনা আমাদের ক্ষমতার বিবর্তনীয় উৎসের মধ্যে নতুন অন্তর্দৃষ্টি তৈরি করতে পারে।
গবেষকেরা এখন দেখার চেষ্টা করছেন এই প্রাণীগুলো দ্বিগুন সংখ্যাও মনে রাখতে পারে কি না।