ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এমন সতর্কবাণী সকলেরই জানা। ধূমপায়ীদের কেউ কেউ আছেন যারা যেখানে-সেখানে ধূমপান করেন। আবার অনেকেই আছেন যারা আড়ালে বা যেখানে মানুষ নেই এবং অবশ্যই শিশুদের কাছ থেকে দূরে সরে গিয়ে ধূমপান করেন। কিন্তু নিজের বাচ্চাকে ধূমপায়ী করে তোলার চেষ্টা করেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি রাশিয়ান এক বাবা তার সন্তানকে ধূমপান শেখাচ্ছেন এমন একটি ভিডিও চিত্র দেখা গেছে।
ভিডিও চিত্রে দেখা যায়, ছোট্ট শিশুটি সিগারেটে টান দিচ্ছে আর তার বাবা পিতা সেই দৃশ্য গভীর আগ্রহ নিয়ে দেখছেন। দুই মিনিটের এই ফুটেজটির শেষদিকে দেখা যায়, শিশুটি হাসছে এবং সিগারেটে টান দেয়ায় করতালি দিচ্ছে তার বাবা।