বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আর্তুরো লিকাতা মারা গেছেন। ২৪ এপ্রিল তিনি ইতালিতে মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ১১১ বছর ৩৫৭ দিন। অর্থাৎ ১১২ তম জন্মদিনের মাত্র সপ্তাহখানেক আগে তিনি মারা গেলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আজ এ খবর জানিয়েছে।
চলতি বছর ২৮ ফেব্রুয়ারি লিকাতাকে বিশ্বের জীবিত সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি দেওয়া হয়। তখন তার বয়স ছিল ১১১ বছর ৩০২ দিন।
লিকাতা ১৯০২ সালের ২ মে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর এন্নায় জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়সে তিনি খনিতে কাজ শুরু করেন এবং ১৯ বছর বয়সে ১৯২১ সালে ইতালিয়ান আর্মিতে যোগদান করেন।
লিকাতার স্ত্রী রোজা ১৯৮০ সালে মারা যান। তখন লিকাতার বয়স ছিল ৭৮ বছর। লিকাতা ৭ সন্তান, ৮ নাতি-নাতনি ও ৪ জন প্রপৌত্র রেখে গেছেন।