প্রতি গ্রাম গাঁজা এক ডলারের কম দামে বিক্রির জন্য ফার্মেসিগুলোকে নির্দেশ দিয়েছে উরুগুয়ে সরকার। এ ব্যাপারে একটি নীতিমালা প্রকাশ করা হয়েছে। নতুন এ নীতিমালায় গাঁজা সেবনকে বৈধতা দেওয়ার পাশাপাশি এর উৎপাদন ও বিক্রির ব্যাপারেও নিয়ম বেধে দেওয়া হয়েছে। খবর বিবিসির।
এ ব্যাপারে নতুন আইনটি আগামী সপ্তাহেই কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে। নতুন আইন অনুযায়ী একজন ভোক্তা মাসে সর্বোচ্চ ৪০ গ্রাম গাঁজা সেবন করতে পারবেন এবং ফার্মেসিগুলোকে এক গ্রাম গাঁজা এক ইউএস ডলারের কম দামে বিক্রি করতে বলা হয়েছে। এছাড়া নতুন আইনানুযায়ী একটি বাড়িতে সর্বোচ্চ ছয়টি গাঁজা গাছ লাগানো যাবে।
উল্লেখ্য, গত বছর বিশ্বের প্রথম দেশ হিসেবে উরুগুয়ে গাঁজা উৎপাদন, বিক্রয় ও সেবনে বৈধতা দেয়। এবার তা আইন করে কার্যকর করা হচ্ছে।
তবে উরুগুয়ের এ রকম আইন পাসের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে জাতিসংঘ জানায়, মাদকের এ অনুমোদন জনগণের স্বাস্থ্যঝুঁকি আরো বাড়িয়ে দেবে।