বাদ্যযন্ত্র মানুষের মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ায়। বিশ্বাস হচ্ছে না! খবরটি সত্যি বটে। সাম্প্রতিক একটি গবেষণায় এমনটিই বলা হয়েছে। পিয়ানো কিংবা অন্য কোনো বাদ্যযন্ত্রের অনুশীলন শুধু যন্ত্রটির ওপর কেবল কারো দখলই বাড়ায় না, তা কয়েক দশক পরও মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সহায়তা করে। শৈশবে বাদ্যযন্ত্র বাজানোর অনুশীলন প্রাপ্ত বয়সে অব্যাহত না রাখলেও সেই অনুশীলন বৃদ্ধ বয়সেও স্মৃতিশক্তি ধারালো রাখতে সহায়তা করে।
গবেষকরা বলেছেন, যেসব বৃদ্ধ তাদের তরুণ বয়সে বাদ্যযন্ত্রের অনুশীলন করেছেন, তারা বুদ্ধিমত্তার পরীক্ষায় অন্যদের চেয়ে ভালো করেছেন।
এ বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যান্সার মেডিকেল সেন্টারের শীর্ষ গবেষক ব্রেন্দা হানা-প্লানডি বলেন, সংগীতচর্চা মস্তিষ্ককে আরো সক্রিয় ও বার্ধক্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলে।
মার্কিন সাইকোলজিকাল সমিতি এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে। প্রকাশিত হয়েছে নিউরোসাইকোলজি সাময়িকীতে। ৬০-৮০ বছর বয়সী ৭০ জন স্বাস্থ্যবান ব্যক্তিকে এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল। এরপর সংগীতের অভিজ্ঞতা ভিত্তিতে তাদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এরপর নেয়া হয় কয়েকটি পরীক্ষা। যারা জীবনে কোনো এক সময় বাদ্যযন্ত্রের চর্চা করেছেন তারা পরীক্ষাগুলোতে ভালো স্কোর করেছেন।