‘ইসলাম অবমাননা’ ও একটি উদারপন্থী ওয়েব ফোরাম গড়ে তোলার অপরাধে সৌদি আরবে রাইফ বাদাওয়ি নামে এক তরুণ ব্লগারকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ১ হাজার বেত্রাঘাতের দণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল বা ২ লাখ ৬৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আদালতের এ রায়কে ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছে।
সংগঠনটির পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষকে এ রায় প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
লিবারেল সৌদি নেটওয়ার্ক নামে একটি ওয়েব ফোরাম গড়ে তোলায় রাইফকে ২০১২ সালে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে তাকে একটি আদালত একই অভিযোগে ৭ বছর ৩ মাস কারাদণ্ড ও ৬০০ বেত্রাঘাতের দণ্ড দিয়েছিল। সে সময় আপিল করায়, নতুন করে আপিলের সুযোগ হারিয়েছেন রাইফ।
গত বছর তাকে ধর্মত্যাগের অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়া হয়। ওই অভিযোগে অভিযুক্ত হলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার আশঙ্কা ছিল রাইফের। এদিকে অ্যামনেস্টি রাইফকে ‘বিবেকবান বন্দী’ বলে বর্ণনা করেছে ও তাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।