একজন অবিরত প্রেম নিবেদন করে যাচ্ছে কিন্তু কেউ একটু ফিরেও তাকাচ্ছে না। তাও দু’বার দশবার নয় পাঁচ হাজার বার। আর প্রতিবারই উত্তরটা না-বাচক!
৩৫ বছর বয়সের এই প্রমিকের নাম প্রেদ্রাগ জোভানোভিক। তিনি সার্বিয়ার নাগরিক। প্রেদ্রাগ রাজধানী বেলগ্রেডের একটি ছোট্ট গ্রামে থাকেন। ফেসবুকে কতো কাকুতি মিনতি করেছেন, কেউই সাড়া দেয়নি।
প্রেদ্রাগ বলেন, 'পাঁচ হাজার নিবেদনের মধ্যে মাত্র ১৫টি উত্তর পেয়েছিলাম যার সবক’টি নেতিবাচক। অবশ্য এরা খুবই ভদ্রতার সঙ্গে আমার গার্লফ্রেন্ড হওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। আর বাকিরা কোনো উত্তরই দেয়নি। স্রেফ উপেক্ষা করেছে।'
তিনি বলেন, 'আজকাল মেয়েদের মুখোমুখি দেখা পাওয়া তো দুষ্কর। যারা বার বা ক্লাবে যায় তাদের নিঃসন্দেহে একটা সম্পর্ক আছে। আর ভাগ্রক্রমে যদি রাস্তায় কারো দেখা পেয়ে যান তারা কিন্তু আপনার সঙ্গে কথা বলতে চাইবে না। আপনি যদি যেচে সঙ্গে কথা বলতে যান তাহলে উল্টো আপনার গায়ে ‘আধপাগল’ তকমা লাগিয়ে দেবে।'
প্রেদ্রাগ বলেন, 'আর এ কারণেই ফেসবুক আমার কাছে সবচেয়ে উপযুক্ত জায়গা মনে হয়েছে। তবে দুর্ভাগ্যবশত আমার পরিকল্পনা ভেস্তে গেছে।'
কিন্তু তিনি দমবার পাত্র নন। প্রেম খোঁজার এ অভিযান তিনি চালিয়ে যাবেন। এছাড়া আর অন্য কোনো উপায় নেই তার।