প্রেমিক বিয়েতে গাড়ি দাবি করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ভারতের দক্ষিণ দিল্লির এক তরুণী৷ শুধু তাই নয়, আত্মহত্যার দৃশ্যটিও মোবাইলে ধারণ করেন নিজে। পুলিশ সুত্রে খবর ২০ বছরের দামিনী দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল৷ প্রেমিক বিয়েতে গাড়ি দাবি করায় ক্ষোভে পৃথিবী ছেড়েছে সে। পুলিশ তার প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা ও বিয়েতে পণ হিসেবে গাড়ি দাবি করার অপরাধে গ্রেফতার করেছে।
ভারতের দক্ষিণ দিল্লির কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ওই তরুণী তার ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ তার বাবা প্রথম তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ সুইসাইট নোটে মেয়েটি লিখে রেখেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়৷ আত্মহত্যার দৃশ্যটি সে নিজের মোবাইলেও রেকর্ডের ব্যবস্থা করে।
দামিনীর পরিবারের তরফে জানানো হয়েছে তার প্রেমিক বিয়েতে গাড়ি দাবি করার সে অবসাদে ভুগছিল৷ এছাড়াও তাদের দুই প্রতিবেশী তাকে উত্যক্ত করত, এটিও তার অবসাদের অন্য একটি কারণ৷