ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ট্যুইট করে রীতিমতো বিপাকে পড়েছেন অভিনেত্রী সোয়ারা ভাস্কার। মোদির নেতৃত্বে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর ২০০২ সালে গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গার প্রসঙ্গ তুলে ট্যুইট করেন এই অভিনেত্রী। কিন্তু এর ফল ভালো হয়নি।
টাইমস অব ইন্ডিয়া বলছে, 'সোয়ারার ট্যুইটের উপর বিদ্বেষমূলক কমেন্টের বন্যা বইয়ে দেন মোদিভক্তরা। অসংখ্য ক্ষুব্ধ ট্যুইটার ব্যবহারকারী তাকে গালিগালাজ করেন এবং তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন।
এর প্রতিক্রিয়ায় সোয়ারার টু্যইট ছিল, 'না আমার কোনও মুসলমান প্রেমিক নেই। আমার মাথায় বুদ্ধি আছে, আমার শিক্ষা আছে এবং আমার নিজের মতামত প্রকাশের অধিকার আছে। দুঃখিত, কারণ আমি চিন্তা করে কাজ করি। আর হ্যাঁ, আমি ভোট দিয়েছি।'