বিস্ময়কর ঘটনার মত অলৌকিক মিল খুঁজে পাওয়া গেল দুই বান্ধবীর মধ্যে। ২০১২ সালে হাসপাতালে চ্যারি এবং মাইকেলের পরিচয়। যেদিন তারা দুজনই তাদের প্রথম সন্তানের জন্ম দেন। তার পর তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। আশ্চর্যজনকভাবে চলতি বছরের জুলাইতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন এই দুই বান্ধবী এবং সেই সন্তানের জন্মও একই দিনে। তাদের দুজনের দুটি কন্যা সন্তান হয়েছে। এর আগে ২০১২ সালের মার্চের একই দিনে দুটি পুত্র সন্তানের জন্ম দেন দুই বান্ধবী।
মাইকেল বলেন, 'আমরা দুজন একসঙ্গে মা হয়েছি, এটি খুব আনন্দের বিষয়। দ্বিতীয়বার আবার একসঙ্গে মা হয়েছি, এটি আরও মজার ব্যাপার। আরও আনন্দের বিষয় হলো আমাদের দুজনেরই প্রথমে ছেলে এবং পরে মেয়ে হয়েছে।'
বিডি-প্রতিদিন/ ০৬ অক্টোবর, ২০১৪/ জান্নাত/ রশিদা