প্রতিদিনই আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ন্যাশনাল জিওগ্রাফি খুললেই দেখা যায় বিভিন্ন পশু-পাখির দৌরাত্ম্য। টেলিভিশনে দেখা যে প্রাণীর শক্তি বেশি সেই প্রাণীই অন্য প্রাণীকে নিজের খাবারের উপাদান বানিয়ে বাস্তুসংস্থান ঠিক রাখছে। আর এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে পশুরাজ সিংহ ও চিতাবাঘ।
কথায় আছে, সিংহের এক থাবায় কয়েক কিলোগ্রাম মাংস চলে যায়। কিন্তু পাঠক ভেবে দেখুনতো, যে সিংহের এতো শক্তি, যার গর্জনে বনের পশু থেকে শুরু করে মানুষ শিকারীর পর্যন্ত অন্তরাত্মা কেঁপে ওঠে সেই সিংহকেই কিনা একদল মহিষ চিড়ে চ্যাপটা করে ফেলেছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কুগার জাতীয় উদ্যানে একদল উন্মত্ত মহিষের সামনে পরে যায় বেচারা সিংহ। সিংহ তার স্বভাব আভিজাত্য বশে মহিষের দলকে তাড়া করতে যায়। কিন্তু সিংহটি যদি জানতো যে, সংঘবদ্ধ মহিষের দল আজ আর তাকে ভয় পাবে না, তাহলে বোধহয় এদিয়ে আর পা দিতো না। প্রথমে মহিষ দলের সঙ্গে আপোষ করার চেষ্টা করলেও মহিষ দল সিংহের পূর্বকার আক্রমনের কথা ভুলে যায়নি। তারই শোধ নিতে সিংহকে পায়ের নিচে ফেলে ইচ্ছে মতো পদদলিত করে নেয় মহিষেরা।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর ২০১৪/মাহবুব