পৃথীবিতে আজব কতো রকমের না মানুষ রয়েছে। আর এসব মানুষে ইচ্ছাগুলোও যেন আজব। তেমনি একটি আজব ইচ্ছা পোষণ করেছেন যুক্তরাজ্যের হলি নামের এক মহিলা। তার ইচ্ছা সন্তাদের বাবা হবেন তিনি।
স্বপ্ন বাস্তবে রূপ দিতে দুই সন্তানের জননী হলি তার লিঙ্গ পরিবর্তন করে এখন সন্তানদের বাবার অভাব পূরণ করছেন। লিঙ্গ পরিবর্তন করে মেয়ে থেকে ছেলে হয়েছেন এবং নাম পরিবর্তন করে নতুন নাম নিয়েছেন অলিভার। গত বছরে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়।
অলিভার বলেন, লিঙ্গ পরিবর্তনের জন্য তাকে সন্তানদের কোনো রকম অসন্তোষের মুখে পড়তে হয়নি। তিনি আরো বলেন, আমার বড় সন্তান যার বয়স চার বছর সে বলে মা মেয়ে হওয়ার জন্য সব সময় কষ্ট পেত কিন্তু এখন সে বাবা।
ছেলে হিসেবে এবারই প্রথম তিনি বড়দিন ও নতুন বছরের অনুষ্ঠান পালন করলেন। তবে পুরুষের সম্পূর্ণ বাহ্যিকতা পেলেও এখনও তার একটি অপারেশন করতে হবে। তারপরই সে পুরোপুরি ছেলে হিসেবে বহি:প্রকাশ করতে পারবেন।
মেয়ে হিসেবে জন্ম নিলেও তার মধ্যে সবসময় ছেলেদের মত ধ্যন ধারণা ছিল বলে জানান তিনি। তিনি বলেন, 'মেয়ে হিসেবে বাঁচার কারনে সবময় আমার মধ্যে আত্মহত্যার প্রবনতা কাজ করতো। এখন আমি খুবই খুশি।'
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব