শিক্ষকের বয়স মাত্র চার। ছাত্রের সংখ্যা ছয়। শিক্ষক ছোট বলে ছাত্ররা আবার অবাধ্য হয় মনে করবেন না যেন। এই ছয় ছাত্রই মোটাসোটা পিটবুল প্রজাতির কুকুর। তাদের দেখাশোনা, খাওয়া, ঘুম সবই আনন্দের সঙ্গে দেখভাল করে আমেরিকান ওই ছোট্ট মেয়েটি। এটা করতে সে খুবই পছন্দ করে।
প্রতিটি কুকুরই মেয়েটির তুলনায় বড় ও কয়েকগুণ বেশি শক্তিশালী। কিন্তু ছোট্ট সেই শিশুটি বেশ দাপট আর উৎসাহ নিয়েই নিয়ন্ত্রণ করে কুকুরগুলোকে। দলবদ্ধ কুকুরগুলোকে হাতের ইশারায় সে বুঝিয়ে দেয় কীভাবে শান্তিপূর্ণভাবে খাবার খেতে হবে। কুকুরগুলোও শিক্ষকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে।
ইউটিউবে প্রকাশিত এই ভিডিওটি দেখেছে প্রায় একলাখ বিশ হাজার লোক। ভিডিও ধারণকারী ব্যক্তিটি খাওয়ার সময় শিশুটিকে কুকুরগুলোকে সামনে আসার নির্দেশ দিতে বলেন। তার কথামতো মেয়েটি কুকুরগুলিকে একে একে সামনে আসতে বলে ও নির্দেশ পালনের জন্য তাদের ধন্যবাদ জানায়।
২০ সেকেন্ড পর সে দেখে যে একটি কুকুর অন্যদের তুলনায় পেছনে পড়ে গেছে। তাই সে হাততালি দিয়ে কুকুরটিকে সামনে আসার নির্দেশ দেয়। কুকুরটি সামনে এলে আরেকবার হাততালি দিয়ে বসার নির্দেশ দেয়। সব কুকুর বসে পড়লে সে মেঝেতে খাবার ঢেলে কুকুরদের প্রশ্ন করে- তোমরা খাওয়ার জন্য সবাই তৈরি? তোমরা কি ক্ষুধার্ত?
এরপর তিন গোনার সঙ্গে কুকুরগুলো চক্রাকারে বসে খাবার খেতে শুরু করে।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=T9fZGEW8F90
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৫/আহমেদ