১৩০ কোটির জনসংখ্যার দেশ ভারতে কনডম অনেকের কাছেই এখনও গ্রহণযোগ্যতা পায়নি। কনডমকে এখনও অনেকে ট্যাবু হিসেবে বিবেচনা করেন। এই বাধা কাটাতে দেশটির ১১টি ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটের ৭৮ জন শিক্ষার্থী কনডমকে থিম করে আয়োজন করেছিল অভিনব ফ্যাশন শো। এইচআইভির ব্যাপারে সচেতনতা প্রচার হিসেবেও এই ফ্যাশন শোকে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারতে প্রথমবারের মতো হওয়া এই কনডম ফ্যাশন শোতে শো-স্টপারের ভূমিকায় দেখা গেছে মডেল-অভিনেত্রী মুগ্ধা গডসেকে। কনডমের তৈরি পোশাকে র্যাম্পে হেঁটেছেন তিনি। তার পাশাপাশি অন্য মডেলরাও হেঁটেছেন র্যাম্পে।
‘পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ২০০৪ কনটেস্ট’ এর শিরোপাধারী মুগ্ধা গডসে মডেলিং থেকে অভিনয়ে আসার পর ‘সত্যাগ্রহে’র মতো প্রথম সারির হিন্দি ছবিতে অভিনয় করছেন।
ব্যতিক্রমী এই শোতে অংশ নেওয়ার ব্যাপারে মুগ্ধা আগেই জানিয়েছিলেন, ফ্যাশন ইনস্টিটিউটের পড়ুয়ারা তাকে শো স্টপার হওয়ার প্রস্তাব দিয়েছেন। কারণ তাদের এমন একজন সেলিব্রিটির প্রয়োজন ছিল যিনি মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবেন। সূত্র: বোল্ডস্কাই
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ