দিল্লি বিধানসভা ভোটের লড়াইয়ে এখন চলছে বাকযুদ্ধ। সে যুদ্ধে কিরণ বেদীকে নাকি যৌনগন্ধী বলেছেন আমআদমি পার্টি (আপ) নেতা কুমার বিশ্বাস। নির্বাচন কমিশনে এমনই নালিশ জানিয়েছে বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে শনিবার বিজেপির এক প্রতিনিধিদল কমিশনের দ্বারস্থ হয়ে আপ নেতার বিরুদ্ধে এই অভিযোগ পেশ করে। কিরণ নিজেও এক টুইট বার্তায় কুমারের বিরুদ্ধে একই অভিযোগ জানিয়েছেন। পুলিশের কাছেও কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
কিরণ জানিয়েছেন, সম্প্রতি এক নির্বাচনী জনসভায় কুমার তার বিরুদ্ধে ‘অবমাননাকর যৌন ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করেছেন। টুইটারে তিনি প্রশ্নও তোলেন- যে আপ নেতাদের এমন নির্লজ্জ যৌনগন্ধী, বিকৃতকাম মানসিকতা, তাদের কাছে কী ধরনের নিরাপত্তা, মর্যাদা প্রত্যাশা করতে পারেন নারীরা?
বিজেপির অভিযোগ, আপের সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সামনেই জনসভায় কিরণ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন কুমার। কমিশনের কাছে আগের দায়ের করা অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিও করেছে বিজেপি।
এদিকে বিজেপি ও কিরণের তোলা যৌনগন্ধী মন্তব্যের অভিযোগ খারিজ করে দিয়েছেন কুমার। তার পাল্টা দাবি, 'আমার বিরুদ্ধে উনি অভিযোগ প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেব!'
তথ্যসূত্র : এবিপি আনন্দ
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি ২০১৫/ আহমেদ