বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট তিনি। যার একটি কথায় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে আশ্চর্য হওয়ার কিছু নয়। অথচ বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশের এই শীর্ষ ব্যক্তিটি কিন্তু যখন একাকী থাকেন তখন সাধারণ মানুষের মতোই নিজের সঙ্গে নিজে দুষ্টুমিতে মজে যান।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দর্শকরা দেখতে পাবেন ওবামার দুষ্টুমি। এটি তৈরি করেছে বাজফিড। মূলত মার্কিন সরকারের স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথকেয়ার ডটগভের প্রচারণার সহায়তার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে ওবামা আয়নার সামনে দাঁড়িয়ে ভেঙচি কাটছেন, চোখে সানগ্লাস এটে জেমস বন্ডের মতো ভঙ্গি করছেন, পোজ দিয়ে সেলফি তুলছেন, কখনও আবার তার প্রিয়তমা স্ত্রী মিশেলের ছবি আঁকছেন। এছাড়া বাস্কেটবলের শট প্রাকটিস করতেও দেখা গেছে ভিডিওতে। এখন আপনিই দেখুন ওবামার সেই কীর্তি!
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ubVOuev2TRA
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৫/মাহবুব