বিড়াল গৃহপালিত প্রাণী হলেও বাড়ি-ঘরে প্রসাব-পায়খান ও রান্না করা খাবার খেয়ে গৃহকর্তার মাথাবাথার অন্যতম কারণও। তাই অনেকে বাসাবাড়িতে বিড়াল ঢুকতে না দেওয়ার জন্য নানা কারসাজি করে থাকেন। অথচ ব্রিটেনের কেন্ট নগরীর ডাউনি গ্রামের সিলভানা ভ্যালেন্তিনো মনের আনন্দে দিনের পর দিন ১২২টি বিড়ালের সঙ্গে দিনযাপন করে যাচ্ছেন।
এ সম্পর্কে সিলভানা ভ্যালেন্তিনো বলেন, এটি এক ধরনের আসক্তি। আমার শতাধিক বিড়াল রয়েছে। তাদের সবাইকে দেখাশোনা করা আমার কাজ মনে করি। কোনো বিড়ালের কিছু হলে তা আমি সহ্য করতে পারি না। নিজ কক্ষে বিড়ালের সাথে সিলভানা ভ্যালেন্তিনো।
তিনি আরও বলেন, কেউ যখন আমার বাড়িতে আসে তখন অনেকেই প্রশ্ন করেন আমার স্বামী আছে কি না। সে এগুলো সহ্য করতে পারে কি না। উত্তরে আমি বলি, টনি (স্বামী) সব কাজ দেখতে পায় না। তাছাড়া তাদের কীভাবে আমি তদারকি করি এ বিষয়টি টনি খেয়াল করে। ফলে তাকে ও বিড়ালগুলো নিয়ে সুখে আছি। একটু সুখে থাকতেই এসব করা।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৫/মাহবুব