প্রচলিত আছে যে, সুইমিং পুলে গোসল করলে ক্লোরিনের প্রভাবে চোখ লাল হয়ে যায়। কিন্তু এর পেছনে অন্য কারণ দেখিয়েছেন মার্কিন গবেষকরা। তাদের দাবি, পানিতে মূত্রত্যাগই নাকি চোখ লাল হওয়ার জন দায়ী।
যুক্তরাষ্ট্রভিত্তিক হেলদি সুইমিং প্রোগ্রামের বরাতে এক খবরে বলা হয়, গোসলের সময় মূত্রত্যাগ করলে তা ক্লোরিনের সঙ্গে মিশে এক ধরনের রাসায়নিক যৌগ উৎপন্ন করে। আর এই যৌগ চোখে প্রভাব ফেলে। খবরে আরো বলা হয়, এই যৌগে তৈরি হয় এক ধরনের গ্যাস যা ফুসফুস, হার্ট ও নার্ভাস সিস্টেমের জন্য ক্ষতিকর।
ইউএস ওয়াটার কোয়ালিটি অ্যান্ড হেলথ কাউন্সিলের প্রধান ক্রিস ওয়াইন্ট জানান, গোসলের সময় যে ক্লোরিন উৎপন্ন হয় তা শুধু ক্লোরিনই নয়। এর সঙ্গে মিশে থাকে সাতারুদের প্রশ্রাব। গোসলের সময় বাচ্চারা যখন মূত্রত্যাগ করে তখন পানির রং কেমন দেখা যায়- বিশেষজ্ঞদের এমন প্রশ্নে প্রোগ্রামে অংশ নেওয়া অর্ধেকের বেশি মার্কিনি জানান, এ ঘটনা ঘটার সময়কার অবস্থা ভাষাই বর্ণনা করা কঠিন।
কাজেই চোখ লাল হওয়ার জন্য শিশুদের মূত্রত্যাগই প্রধান কারণ বলে মনে করেন ন্যাশনাল সুইমিং পুল ফাউন্ডেশন। তাই এ ধরনের প্রভাব থেকে নিজেদের বাঁচাতে গোসলকারী ও সাতারু উভয়কে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর ইন্ডিপেন্ডেন্টের
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৫/শরীফ