চার বছরের মেয়েকে কোলের উপরে রেখে মাথা খুটে মাংস খেতে গিয়ে ধরা পড়লেন বিকৃতমস্তিষ্ক মা। ঘটনাটি ঘটেছে ভারতের মালদহের গোপালপুর গ্রামে। গ্রামবাসীরা প্রমিলা নামে ওই মাকে বেঁধে বেধড়ক প্রহার করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মানসিক হাসপাতালে পাঠায়।
শিশুকন্যাটিকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মাথা খুটে নেওয়ায় ভারতী নামে ওই শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
জানা গেছে, ৪২ বছরের প্রমিলার দেবর ডাবলু মন্ডল পাশের বাড়িতেই থাকেন। বাচ্চার চিৎকার শুনে তিনি বাড়িতে ঢুকে দেখেন এই কাণ্ড। তার স্ত্রী ফাল্গুনী মন্ডল জানিয়েছেন, প্রমিলার মোট পাঁচ সন্তান। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সে থাকে। প্রমিলার স্বামী দিল্লিতে কাজ নিয়ে গিয়ে আর ফেরত আসেনি। তার অভিযোগ, এর আগে পার্বতী নামে আর এক মেয়ের গায়ে আগুন লাগিয়ে দিতে গিয়েছিল সে। প্রমিলার একমাত্র ছেল, দুই বছরের স্বর্ণ এই ঘটনার সময় ঘুমাচ্ছিল বলে জানিয়েছেন ফাল্গুনী।
প্রমিলাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রমিলা মানসিকভাবে অসুস্থ। সে কারণেই সম্ভবত এমন কাণ্ড ঘটেছে।
বিডি-প্রতিদিন/২৭ জুন ২০১৫/ এস আহমেদ