হিরা, জহরতে মোড়া বিকিনির ইতিহাস পেরিয়ে এবার ফ্যাশন দুনিয়া মাতাতে চলেছে সোনার বিকিনি! সম্প্রতি চীনের শাংসি প্রদেশের তাই-ইউয়ানে একটি গয়নার দোকানের বর্ষপূর্তি উৎসবে আত্মপ্রকাশ করে এমন বিকিনি।
স্থানীয় স্বর্ণ কারিগরদের হাতে তৈরি দু'পিস এই বিকিনির ওজন ৪ কিলোগ্রাম। স্বণের এই ধরনের প্রতিটির বিকিনির দাম পড়বে মাত্র ৬৪৪,৪০০ মার্কিন ডলার! সূত্র : আনন্দবাজার
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/শরীফ